জন্মের যন্ত্রণা কতটা
তা আমি না বুঝলেও
তুমি অবশ্যই বোঝো
কারণ, সৃষ্টিও তোমার
ধ্বংসও তোমার
ধ্বংসস্তূপের ভেতর সৃষ্টি খুঁজতে খুঁজতে
তোমার কাছেই বারবার ফিরে আসি
আদরের জন্য
স্নেহের আঁচলে নিজেকে
জড়িয়ে রাখার জন্য
ঠিক কতটা অন্ধকারে নিমজ্জিত হলে
আলোর জন্য চিৎকার করে
তোমাকে ডাকতে হবে
বলতে পারো, মা...
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com