এখন মানুষেরা নিতীকথা হতে
তারাদের মত সরে হয়েছে দুরাগত
কি হবে কুম্ভ মেলার পুণ্যস্নান করে ?
মুছে ফেলে সব পাপ হতে পবিত্র ।
শ্রদ্ধা করে না যারা জগদ্ধাত্রী মাকে
বৃদ্ধ বয়সের একমাত্র ভরসা
তারাও চলে যায় সম্পদের আশায়...
দেশে কিংবা বিদেশে সুখে পরিণয়ের বন্ধনে ।
জীবনের পাথেয় আছে মায়ের আশীর্বাদে
লক্ষ্যভ্রষ্ট হবে নাকো, চরম দুর্দিনে
যতই ঝঞ্ঝা ঝড় আসুক না জীবনে
মায়ের মুখটি তার, রক্ষায় অটলে।
দশ মাসের খুশিতে আসে প্রসব বেদনা
পৃথিবীতে নিয়ে আসা, নতুন সৃষ্টিকে
তার মুখ দেখে শান্তি নারী জন্মের
সার্থকতা ফুটে ওঠে, মাতৃ স্তন দুগ্ধ দানে।
আলগোছে, হাঁটতে, পড়ে, যেতে যেতে..
দু হাতে ধরে তাকে সাবধানে হাঁটানো
কি সুখ যে ফুটে ওঠে, মায়ের মুখশ্রীতে
উজ্জল, আভায় মুখের হাসিতে যায় জানা।
নিরব আশীর্বাদে থাকে তার সাথে
সব বিপদের ভার নেব সম্মুখে
যতই আধার তোর, আসুক না জীবনে
জয়ী ঠিক হবি তুই, বিজয়ের পথে
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com