জ্ঞানদায়িনী মা সরস্বতী
এই ধরিত্রীর বুকে
বিশ্বমানবেরে কর দান।
বিদ্যা দাও , বুদ্ধি দাও,
দাও তব আশিস।
এই ধরিত্রীর বুকে
আছে যত অজ্ঞানী
তাদের দাও সুমতি।
ধরীত্রিতে ছড়িয়ে পড়ুক
জ্ঞান প্রজ্ঞার আলো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com