মা মানে বটবৃক্ষের শীতল ছায়া
মা মানে সৃজনকারিণীর মায়া।
মা মানে স্নেহ মায়ার নদী
মা মানে নি:স্বার্থ এক ব্রতী।
মা মানে একমাত্র পূজারী
মা মানে সকল ক্ষেত্রের দিশারী।
মা মানে এক জন্মদাত্রী নারী
মা মানে সবার ঈশ্বরী।
মা মানে সর্বত্রে প্রার্থনা
মা মানে হাজার পাপের মার্জনা।
মা মানে যেনো সরস্বতী
মা মানে স্বর্গলোকের দেবী।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com