মাতা-পিতা খাঁটি গুরু
যেথায় আমার জন্ম শুরু
গর্ব মনে বেশ,
অনেক কষ্ট করে তারা
সুখের জীবন করলো সারা
করলো জীবন শেষ।
তাদের মতো আপন ভবে
এই দুনিয়ায় কেউ কী হবে?
ভেবে দেখো ভাই,
সুখে দুখে পাশে থাকে
আদর যত্নে ঘিরে রাখে
সম্মান করো তাই।
করবো সেবা দিনে রাতে
শেষ সময়ে থাকবো সাথে
দুঃখে কাটছে আজ,
রুগ্ন হলে যত্ন নিবো
ঔষধ পণ্য সবই দিবো
তাদের উপর নাজ।
মাতা-পিতা জান্নাত সমান
হাদিসেতে শত প্রমাণ
তারাই আপনজন,
সারা জনম তাদের তরে
মাথা রাখি চরণ পরে
তারাই শ্রেষ্ঠ ধন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com