‘মা’ শব্দটি বড়ই সুন্দর
যেনো, ডাকতে লাগে মধু,
মায়ের মুখের কথায় আছে
স্নেহের মমতাময়ী যাদু।
দশ মাস, দশ দিন ‘মা’
সন্তান গর্ভে রাখিয়া,
জন্মের পর মুখটি দেখে
‘মা’ ওঠেন হাসিয়া।
পুরো ত্রিশটি মাস বুকের দুধে
‘মা’ যে বড় করে,
একটু ব্যথা পেলে সন্তানের
মায়ের চোখে অশ্রু ঝরে।
‘মা’ শব্দটি যে অতি আপন
যেনো পরশ মাখা ‘মা’
শত অপরাধ করলেও আমি
মা -তা- মনে রাখে না।
পেটের খিদেই আমার যদি
একটু শুকায় মুখটি,
খাওয়াতে না পারিলে ‘মা’
যে, কেঁদে ভাসাই বুকটি।
শত দু:খে থাকলেও ‘মা’
আমি একটু যদি হাসি,
আমার মুখের হাসি দেখে
মা -যে, হয় অনেক খুশি।
তাই, যতো দূরেই রইবো আমি
থাকবো মায়ের বুকে,
কাঁদবো আমি মায়ের দু:খে
আমি, হাসবো মায়ের সুখে।
আল্লার পরেই আপন হলো ‘মা’
পরম স্নেহ মমতায়,
তাই তো বলি মায়ের কোন
জগতে তুলনা তো নাই।