মা যে আমার এই পৃথিবী
মা আমার সব,
মায়ের সেবা করতে হবে
বলছে আমার রব।
মায়ের জন্য দেখেছি আমি
এই পৃথিবীর মুখ,
মায়ের কোলে ঘুমিয়ে দেখি
আহা কতো সুখ।
মায়ের মনটা অনেক বড়ো
যার তুলনা নাই,
জগৎ জুড়ে মায়ের মতো
খুঁজে নাহি পাই।
লালন পালন সবই করে
করে আদর স্নেহ,
স্বার্থ বিহীন এমন সেবা
আর করে না কেহ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com