বছর ঘুরে মাহে রমজান
আবার এলো দ্বারে,
ত্রিশ রোজা সহায়ক হবে
পুলসিরাত পারে।
একিন দিলে রোজা রাখলে
পুণ্য লাভের তরে,
রোজায় প্রভু দিবেন নেকি
বান্দার দু’হাত ভরে।
বুঝে না বুঝে জীবনে
যত আছে পাপ,
রোজার ফজিলতে প্রভু
করে দিবেন মাফ।
দীন টোকাইকে জাকাত ফেতরা
রোজায় করলে দান,
প্রভু দানের বিনিময়ে
দিবেন প্রতিদান।
এই রমজানে শপথ করি
প্রভুর পথে রবো,
আর করবো না পাপের কর্ম
খাঁটি বান্দা হবো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com