বছর ঘুরে আবার এলো
মাহে রমজান
মুমিন মুসলমান হলো
খুশিতে অম্লান।
রহমত আর বরকতেরই
পাবে তুমি ছোঁয়া
নাজাত পেতে আল্লাহর কাছে
করে যাও দোয়া।
কারও দোয়া যায়-না বিফল
মহান আল্লাহর কাছে
তিনি মহান, অসীম দয়ালু
থাকে সবার পাশে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com