প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৪, ১২:১৪ অপরাহ্ণ
মায়ের সেবায়
একবার, মা জননী খুশি হলে
মায়ের খুশিই জান্নাত মেলে...
মায়ের, খুশিতে যে মহান আল্লাহ্
বড়, খুশি হয়ে যায়...
এসো, থাকতে বেঁচে মা- জননী
আমরা, সেবা করি তাই।।
আমার কথা নয় তো কোনো
প্রভু, আল্লারি কথা...
কেউ, দিও না তাই মা- জননীর
ভুলেও, অন্তরে ব্যথা।।
দেখো, এমন কথায় লেখা আছে
আল-কুরআনের পাতায়।।
কভু, বেজার হলে মায়ের মন
জ্বলতে হবে অনলে,
এসো তাই, সেবা করি ভক্তি ভরে
যদি তাতে মুক্তি মেলে।।
কখনো, ভুল করেও ভুলের বশে
হাত তুলো না মায়ের গায়।।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com