উনিশ শত বায়ান্ন সাল
বাংলা ভাষার তরে,
দামাল ছেলে রাজপথ নেমে
সাহস নিয়ে লড়ে।
পিছ পা হয়নি ছাত্র সকল
যুদ্ধ বীরের বেশে,
তরুণ প্রাণের রক্তস্নানে
জীবন দিল হেসে।
সালাম বরকত রফিক জব্বার
হয়নি তাঁদের মরণ,
মায়ের ভাষায় কথার মাঝে
করে সবাই স্মরণ।
ভাষার মাসে শিমুল পলাশ
রক্তিম আভায় ফুটে,
চেতনাতে মা মাটি দেশ
হৃদয় চিরে টুটে।
বাংলার বর্ণ নিখাদ খাঁটি
রক্তের দামে কেনা,
মায়ের ভাষায় লিখলেও কভু
শোধ হবেনা দেনা।