মায়ের কাছে আজো আমি বালক
কৃতজ্ঞতা জানাই প্রতিপালক
ক্ষমা করো ওহে আমায় চালক!
তা না হলে সব হবে যে ভুল
হারাবো যে একূল ও কূল
কি করে হায় পেরুবো সে "পুল"?
খোঁজ রাখি না মায়ের আমি কভু
তার স্নেহছায় আজো রাখেন তবু
কি মন তাকে দিয়েছো হে প্রভু!
ঝাপসা চোখে তাকান আশেপাশে
তার খোকা কি বাড়িতে রোজ আসে?
ঘরটা বুঝি ঢাকলো গুল্মঘাসে!
আমায় নিয়ে কত্ত ছিলো আশা
একটি জীবন হবে সবার খাসা
সারা প্রহর সুখের হবে হাসা!
কিন্তু তাহার স্বপ্ন ভেঙ্গে চুর
ঢাকলো মেঘে আলোরই রোদ্দুর
বুকটা জুড়ে বেদনা ভরপুর!
পংঙ্কিলতায় পা বাড়িয়ে শেষে
মায়ের খোয়াব দিলাম আমি ভেসে
গেছি চলে কোথায়! নিরুদ্দেশে।
কাকে আমি শোনাই এসব কথা
ব্যথার চোটে নামলো নীরবতা!
জীবন কাটে বিশ্রী অযথা!
অস্থিরতায় প্রহর কাটে নিত্য
খাঁ খাঁ করে মায়ের গোটা চিত্ত
হারিয়ে গেছে খোকা নামক বিত্ত!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com