এখন আর কবিতা হয়ে ওঠে না, মানুষ হয়ে জন্মায় বোধ
ইচ্ছার শৃঙ্খলা ভেঙে পালিয়ে যায় কবিতা ;
কবিতার কক্ষপথে ঘুরতে ঘুরতে উড়তে উড়তে দ্যাখি মানুষ
এবং মানুষের পান্ডুলিপি —
মানুষ গবেষণা করি, মানুষকেই পড়ি, পুঁতে রাখি কাগজে!
সমস্ত কবিতা মানুষময় মানুষের বাইরে কবিতা নয় —
প্রকৃতির যত সাজ সবকিছুতেই মানুষ, যেন মানুষময় রূপ ...
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com