পৃথিবীতে মানুষ এনেছে ভালোবাসা
অবিরাম খসে পড়া জোছনা রাতে চন্দ্রবিলাস
শহুরে দালানের ছাদে বনসাই কবুতর
উদাসী পবনে বিষন্ন বৈকাল, ঘুড়ি, ঘুড়িতে প্রেম
পাশাপাশি গা ঘেঁষে ক্যামেরার ক্লিক
ফুলে ফুলে প্রেমের ঘ্রাণ
অতল সাগরের লহরির কলতান দেখে
বালুচরে পথ চলা
কাদামাটির মূর্তি, বাশরির সুর ঝংকারে গলিত হৃদয়
সেও তো মানুষ এনেছে
কি নাম দেব তোমার?
তুমিও মানুষ, রবীন্দ্রনাথের মানসী
দুহাত ভরে এনেছো
প্রেম আর পূর্ণতা
খোলা জানালার আলো ছায়ায়
দৃষ্টির মুক্তি
নিরেট আঁধারের আলোক বর্তিকা
অবসরের সঙ্গ সুর লয় তাল
এ হৃদয়ে তোমার নাম রেখেছি
মানসী মাতাল।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com