মায়ের মুখের বুলি
মাতৃভাষা বাংলায় কথা বলি।
মা বলেছেন এই খোকা শোন
এই দেশের ভাষা মা মাটি প্রকৃতি
অনেক সংগ্রামে ছিনিয়ে আনি।
ভাষার জন্য দিয়েছিল যারা জীবন
তাদের প্রতি রাখ শ্রদ্ধা ভক্তি প্রণাম।
বাংলা আমার বাংলা তোমার
বাংলাতে স্বর্গ সুখ শান্তি।
কোথাও এমন নেইকো দেশ
আমার বাংলাদেশের মতো।
জন্ম আমার ধন্য হলো
এই বাংলাতে জন্মে।