মঙ্গল গ্রহে আমার জমি নেই
আমার সাধ আহ্লাদ হয় নাই কখনো
এক টুকরো জমি কিনি।
স্বপ্নেও কভু দেখি নাই মঙ্গল গ্রহের মাটি।
চাঁদের সাথেও খুব একটা সখ্যতা নেই আমার
আমার সাধ্যে চাঁদ অবধি পৌঁছানো সক্ষমতা নেই
চাঁদের আলোতে সমৃদ্ধ আমি।
মাটিতে গড়াগড়ি খাওয়া মানুষ
মাটি আর ধুলো বালি আমাকে আমি করে দেয়,
মাটির উপর হেঁটে যাই নিশ্চিন্তে নিভৃতে।
মাটি আমার আপন ভুবন এখানে সেখানে।
মাটিতেই চাঁদের আলো আমাকে আলোকিত করে
মঙ্গল গ্রহ কল্পনাতে আসার সুযোগ নেই আমার।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com