মাটিতে কান পেতে শুনি
কান্নার ধ্বনি, শুনি মুর্হমুহু কম্পন,
এই যে ফিলিস্তিনের নর-নারী শিশুর আহাজারি।
ভারী সাজোয়া যানের পেষন
অত্যাধুনিক অস্ত্রের ঝংকার, ক্ষেপনাস্ত্র সারি সারি।
মাটিতো একটাই তার অঙ্গ, পাহাড় পর্বত
মরুভুমি, সমতল, সমুদ্র পৃষ্ঠে ভেসে উঠা চর।
তার গায়ে আজ পড়ছে হায়েনার
বিষাক্ত ক্ষত বিক্ষত আচর।
এই মাটিতে শুয়ে আছে কত বিজিতা
যুদ্ধা, সাহসী ইতিহাস রচিয়তা বীর।
ক্রোধে ফুসছে তাদের বিদেহী আত্মা,
সালাউদ্দিন আইয়ুবীর রক্তাক্ত শমশির।
কোথায় তাদের তরবারি? আজ, জং ধরে ধুলি মলিন
তাদের অনুসারীরা আয়েশে নিমজ্জিত, অস্থিত্বে বিলীন।
হুংকারে নেই স্বর, বিড়ালের ডিএনএ সিংহের গায়ে।
আরবের ধুলি আজ লজ্জিত যারা লেগেছিল ওষ্ঠের পায়ে।