শীতের প্রকোপ বেড়ে গিয়ে
আসলো শেষে মাঘ,
হাড় কাঁপুনি দিয়ে শরীর
কাঁপে বনের বাঘ।
কুহেলিকা চাদর গায়ে
শীতটা করে ভর,
বৃষ্টির মতো টিনের চালায়
ভিজে মাটির ঘর।
জোয়ান বুড়ো সকল মিলে
গল্পে মাতে রাত,
সবার হাতে চিড়া মুড়ি
খায়না রাতে ভাত।
হরেক গল্প শুনায় দাদি
নাতি পাতে কান,
গল্পের ফাঁকে দাদা ধরে
ভাটিয়ালি গান।
পিঠা পুলির ধুম পড়ে যায়
আসে পিঠার ঘ্রাণ,
মা ফুফুদের রান্নার আড্ডায়
জুড়ায় আঁখি প্রাণ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com