মাঘ এলো রে মাঘ এলো রে
কাঁপন জাগে অস্থিতে,
কনকনে এই শীতের রাতে
কেউ নাই আর স্বস্তিতে।
হাঁড় কাঁপানো ঠান্ডা পড়ে
বিশ্ব লোকের দরবারে,
মোটা কাপড় পরলে তবু
জাপ্টে ধরে সব হাঁড়ে।
ধনী -গরীব পায় না রেহায়
তীব্র শীতের হাতছানি,
কুঁড়ে ঘরে লেপ কাঁথা নাই
দেখলে ঝরে চোখ- পানি।
প্রবাদ আছে মাঘ এলে যে
ঠান্ডায় কাঁপে বনের বাঘ,
শিশু -বৃদ্ধ আগুন ছেঁকে
দেখায় সবে অনুরাগ।
কত কষ্ট এই যে শীতে
জানে ওই তো বস্তির লোক,
কেউ বা কেঁদে বক্ষ ভাসায়
কেউ বা মরে বাড়ায় শোক।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com