দু'দিনের ভুবন
লোভে কাতর মন,
হরেক আয়োজন
মেরে পরের ধন।
মাকাল এ জীবন
মাছি মার্কা মন,
ছুটছি ভন ভন
পচায় খুশি মন।
সবার প্রিয়জন
থাকলে হাতে ধন,
বিপদেরই ক্ষণ
পাশে দুয়েক জন।
স্বার্থের এ ভুবন
কেউ নয় আপন,
ছাড়ব কু-জীবন
করি সবাই পণ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com