শুকনা মরিচ দেখতে যত
বেশি ছিল লালা
তারই মাঝে মজুদ ছিল
তত বেশি ঝাল।
অকারণে মরিচের দাম
যখন বাড়ে যত
দামের সাথে রংটা কমে
ঝালটা বাড়ে তত।
মরিচ কিনতে গিয়ে ক্রেতা
হচ্ছে নাজেহাল
মুখের চেয়ে গায়েই এখন
লাগছে বেশি ঝাল।
সাদা-কালো মরিচ দেখে
পড়ে রঙের ফাঁদে
চড়া দামের কড়া ঝালে
হা-হু করে কাঁদে।
শুকনা হতে কাঁচা মরিচ
অনেক বেশি দাম
কিনতে গিয়ে ত্রেতারা সব
মুচ্ছে গায়ের ঘাম।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com