আগের মত ময়না আমায়
প্রাণের কথা কয় না
তাই তো এখন ঘরের ভিতর
মনটা পড়ে রয় না।
ময়না আমার নতুন কোনো
সঙ্গী পেয়ে শেষে
হয়তো আমায় ভুলে গেছে
তাকে ভালোবেসে।
ময়না আমায় দিয়ে ফাঁকি
উড়ে গেছে দূরে
কোথাও আমার মন বসে না
নতুন কোনো সুরে।
ময়না ছোটে আপন লাভে
রঙিন চশমা পরে
মনটা আমার বলছে ডেকে
কেমনে ভুলি তোরে।