মন ভালো নেই,
বুকের ভিতর দাউদাউ করে আগুন জ্বলছে;
কিন্তু চোখের নদীতে অশ্রু ঝরে না
প্রেমিকের মন প্রেমিকারা বুঝে না।
ঠিক যেন নারিকেলের মতো
উপরে কঠিন শক্ত;
কিন্তু ভিতরে নরম তুলতুলে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com