মন ছুটে যায় বুনো ফুলে
মন ছুটে যায় বনে,
মন ছুটে যায় নীল মেঘে
হলদে পাখির সনে।
মন ছুটে যায় ভর দুপুরে
মন ছুটে যায় বিলে,
মন ছুটে যায় নদীর পাড়ে
শ্যাওলা ভরা ঝিলে।
মন ছুটে যায় ডিঙি নৌকায়
মন ছুটে যায় ঘাটে,
মন ছুটে যায় শেষ বিকেলে
সবুজ ক্রিকেট মাঠে।
মন ছুটে যায় বালুর চরে
মন ছুটে যায় সাঁঝে,
মন ছুটে যায় মেঠো পথে
ময়নার সুর বাজে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com