ললাটে ঘাম দুশ্চিন্তার,
অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চিত গন্তব্য,
ধ্বংস হয়ে যেতে পারে পরিকল্পিত রাস্তা
সামান্য ভুলের কারণে।
অশনিসংকেত জীবন সন্ধিক্ষণে
বাঁচা মরার লড়ায়ে রাস্তায় নেমেছি বর্তমান
ডাক্তারেরা জানেনা আরোগ্য লাভের উপায়।
বহু কবিরাজ ধরে আজ অসহায় সর্বস্বান্ত
মনের সাহসকে শক্তি বানিয়ে নেমেছি রাস্তায়।
আরো পড়ুন: ৪৪ দলকে সংলাপে ডাকছে ইসি