মনের কষ্ট কারে শুধায়
হৃদে হাজার ক্ষত,
দুঃখ গুলো বুকে চেপে
হয়ে থাকি নত।
সত্য কথা বলতে বাঁধা
এই সমাজের মাঝে,
ব্যাঘাত ঘটায় উচিৎ কথা
স্বার্থবাদীর কাজে।
হরিলুটে নিচ্ছে সবে
খেয়াল খুশি মত,
পরের অর্থ পকেট ভরে
ভোগে থাকে রত।
মোহ মায়ায় পড়ছে তারা
মন কি তাদের কাঁপে!
রং যে বদলায় নিত্য এরা
মানুষরূপী সাপে?
লিখে যায় যে স্তব্দ মনে
বাকরুদ্ধ হয় আমি,
বিচার হবে হাশর ক্ষণে
করবে জগৎ স্বামী।