আজ মনের পশু কোরবানি
করবো ঈদের দিন,
খুশি হবেন মহান আল্লাহ
এইটুকু জেনে নিন।
হালাল টাকায় পশু কিনবো
মোটাতাজা যে দেখে,
লোক দেখানো পশু কোরবানি
ঋণ খেলাপী রেখে।
রবের পথে কোরবানি হউক
এইতো মোদের চাওয়া,
ধনী গরীব নাই যে ভেদাভেদ
সওয়াব টুকু পাওয়া।
পশুর চামড়া দান করে দাও
ঐ এতিমখানা যে ভাই,
গরীব দু:খীদেরও হক আছে
বলছে কোরআনে তাই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com