মনের ভাবনারা কভু রইনা স্থির
চিন্তাগুলো উড়ে বেড়ায়
মেঘের ভাঁজে ভাঁজে,
বিষম সান্নিধ্যের টানে
হয় কখনো আবেগে উছ্বল
ভাঙা গড়ার মোহনাতে ভেসে
হয় নিষ্ফল প্রবল।
বিন্দু বিন্দু আঁকা স্বপ্নগুলো
খুঁজে প্রকাশের ছল,
কোন ছন্দে বাঁধবে সে সুর
ভেবে পায়না প্রতি পল।
অধরা কল্পনা অঘোর চেতনা
মিশে হয় একাকার,
ক্ষন বোঝেনা মনের দৌরাত্ম্য
বিষাদের পারাপার।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com