আমি, মনের অজান্তে…
বন্ধু, আমার হাত যদি রাখি কভু
তোমারই হাতে,
তোমায়, ভুল করে চাই যদি
ভালোবাসিতে।
বলো, তুমি ভালোবেসে পারবে কি
আমায়, আপন করিতে….
বলো, পারবে কি আপন করে
আমায়, কাছে টানিতে।
আমার, মনে বড় ভয় লাগে
বড়, জাগে সংশয়,
যদি, তুমি সব কিছু শুনার পরে
ভুল বোঝো তাই।
যদি, তুমি অভিমানে সরে যাও
বন্ধু, বহু দূরেতে।
যদি, আমার জন্য ভালোবাসা
আর, মনে না জাগে,
বন্ধু, তুমি, না বলো আর কথা যদি
মনের অনুরাগে।
আমি, পারবো না কভু যে-তা
বন্ধু, মেনে নিতে।