উল্লাসে মেতে আছে যারা উম্মাদের গহ্বরে
তাদের বিবেক হারিয়ে গেছে বিষাক্ত বালুচরে।
চোখে তাদের নেই মানবতার ধূলিকণার বিন্দু
মনুষ্যত্বের নির্মমতা হৃদয় খানি বিষাদ সিন্ধু।
বোকার স্বর্গে যেন তাদের হয়েছে সুখের বসতি
অন্ধ বদি'র তারা নেই তাদের কোন অগ্রগতি।
শুভবুদ্ধির পরিচয় হয়নি যাদের বিবেকটুকু আছে
বেঁচে থাকা অর্থহীন যেন মূল্যহীন নর্তকীর কাছে।
জ্ঞান বুদ্ধির শহরে তুমি করো একবার বিচরণ
মনুষ্যত্বের ফেরিওয়ালা হবে তুমি অনন্য উদাহরণ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com