ঈদের খুশিতে
সবার বাড়িতে
উৎসবের আমেজ,
স্বদেশে বিদেশ
সব মিল মেশ
নাই অহং বা তেজ!
মন থেকে বাদ
অপকর্ম সাধ
পশু প্রবৃত্তি যত,
কর্মসূচি ফের
মোটেনা হেরফের
ঠিক নবজাতকের মত!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com