মাথায় ক্যাপ হাতে ব্যাগ নিয়ে
চলেছে দেখতে রোগী,
মনছের ডাক্তার দেখেন রোগী
সিরিয়ালে ভুক্তভোগী।
রোগী দেখতে দেখতে মনছের
খুব"ই ক্লান্ত হয়ে যায়,
ভুলভালো ঔষধ লিখেন ডিনি
মাথা ঘুরায় যেন হায়।
জ্বর হলে যে মনছের ডাক্তার
দেন লিখে সারজেল,
আদেশ করে' যাবেনা চিবানো
কাঁচা ভরায় কদবেল।
গ্যাস্ট্রিক হলে লিখেন ডাক্তার
খানিক প্যারাসিটামল,
আদেশ করেন আহার করে
যাবে না খাওয়া জল।
ভুলভাল ঔষধ লিখে ডাক্তার
জনগণের মার খান,
শেষ সময় চিকিৎসার ব্যবস্থা
খুঁজে তিনি নাহি পান।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com