আম কাঁঠালের ঘ্রাণ নাকে
জ্যৈষ্ঠ এলো বলে
ঝড় বাতাসে আম ঝরবে
চলো দলে দলে।
হরেক রকম ফলের বাহার
গাছের ডালে ডালে
আম জাম কাঁঠাল লিচুর
রঙিন শোভা থালে।
জ্যৈষ্ঠ এলো ফলের ডালায়
রসালো সব ফলে
মধুময় সব ফল ফলাদি
মধু মাসের দলে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com