প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১০:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৩, ৩:০৫ অপরাহ্ণ
মধুমাসের গল্প
বৈশাখ গেলো জৈষ্ঠ্য এলো
গাছে পাকা আম,
ছেলে বুড়ো আম কুড়াতে
ফেলছে মাথার ঘাম।
আছে কাঁঠাল ফলের রাজা
আরও আছে জাম,
সব ফলেরই আছে কদর
নয়কো অল্প দাম।
মামাবাড়ি মধুর হাড়ি
এলো মধু মাস,
খোকাখুকুর সকাল দুপুর
বুকে দীর্ঘশ্বাস।
স্কুলের পড়া পড়তে হবে
তাই বিষন্ন মন,
গ্রীষ্মের ছুটি হয়না কেনো
করছে উচাটন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com