প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ
মণিপুরে নতুন করে সহিংসতায় নিহত ৬
ভারতের মণিপুর রাজ্যে নতুন করে সহিংসতায় অন্তত ছয়জন নিহত হয়েছে। গত শনিবার নুংচাপ্পি গ্রামে এক বেসামরিক নাগরিককে হত্যা এবং দুই গ্রুপের বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়। এছাড়া বিষ্ণুপুর জেলার মৈরাং শহরে বোমা বিস্ফোরণে একজন নিহত ও ছয়জন আহত হন। সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সরকারি বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ লুটের প্রচেষ্টা দমন করতে হয়। তফসিলি উপজাতির মর্যাদা নিয়ে চলমান বিরোধে মণিপুরে সহিংসতা শুরু হয় ২০২৩ সালের মে মাসে, যা এখনও চলছে। এ পর্যন্ত ২০০ জনেরও বেশি নিহত, ১১০০ জনের বেশি আহত এবং ৬০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com