ঘুস খেলে স্যার হয়
না খেলেই ক্যাবলা
লোক মুখে ট্রল হয়
লোকটা বড় ভ্যাবলা।
কাড়ি কাড়ি টাকা হয়
কেনা যায় বড় গাড়ি
সবার মুখ রাখা যায়
সুখী হয় তার বাড়ি।
সুদ খেলে ঘুস খেলে
মান যায় খুব বেড়ে
আরো বেশি দাম হয়
কারো খানা খেলে কেড়ে।
না খেলেই মুখ টিপে
করে সব হাসাহাসি
মান তার কমে যায়
থাকে নাতো পাশাপাশি।
হাবা গোবা বলে কেউ
কেউ বলে ধুর ছাই
পেটে তার নাই কিছু
তাছাড়া তো কিছু নাই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com