মুয়াজ্জিনের আজান ধ্বনি
ভেসে আসে কানে,
পাখি ডাকে গাছের ডালে
হরেক সুরের গানে।
পূব আকাশে উঁকি দিয়ে
ছড়ায় রবি আলো,
হিম বাতাসে উষ্ণ দেহে
লাগে কত ভালো।
ভোর বেলাতে ছেলে মেয়ে
হৈ হুল্লোড়ে থাকে,
নানান খেলায় উঠান মাতে
মায়ের কাজের ফাঁকে।
রোজ সকালে বিদ্যালয়ে
বই নিয়ে যায় হাতে,
পড়ার ছলে খেলার মাঠে
দুষ্টুমিতে মাতে।
কতো নালিশ আসে বাড়ি
শিক্ষক তাঁদের বলে,
ভালো করে পড়া লেখায়
থাকো মেধার দলে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com