আব্দুর রহমান, সাতক্ষীরা: ভোমরায় জেলা জাতীয় পার্টির নেতা ও ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর নির্দেশে ঋষি সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট এবং তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভুক্তভোগী ঋষি সম্প্রদায়ের আয়োজনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইসরাইল গাজীর সন্ত্রাসী বাহিনী আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারপিট করে গুরুতর আহত করেছে।
তারা আমাদের ৫টি পরিবারের মূল্যবান সামগ্রী লুট করেছে। বইচনা গ্রামের ভুক্তভোগী বুলু দাসী জানান, তারা ২০১০ সালে বৈচনা মৌজায় ৮ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে বসবাস করছিলেন। কিন্তু ওমর ফারুক নামে এক ব্যক্তি তাদের জমি দখলের চেষ্টা করছে। ভুক্তভোগী দিপালী রানী বলেন, চেয়ারম্যান ইসরাইল গাজীর নির্দেশে সন্ত্রাসীরা তাদের ঘরবাড়ি ভাঙচুর ও লুট করেছে। এখন তারা খোলা আকাশের নিচে কষ্টে দিন কাটাচ্ছেন এবং ইসরাইল গাজীর গ্রেপ্তার ও শাস্তি দাবি করছেন। মানববন্ধনে আরও বক্তব্য দেন সংকর দাশ ও কাজী সাকিব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com