দেশ দরদী প্রার্থী যিনি
আমরা তাঁকেই চাই,
যিনি হবেন জনগনের
সুখে দুঃখে ভাই।
যিনি মিথ্যা আশ্বাস দিয়ে
ভুলাবেন না মন,
জনগনের পাশে থাকবেন
চাই এমন জন।
কত নেতা কত ভাবে
দেখায় প্রলোভন,
তাদের এই প্রলোভনে
দিবেন না কেউ মন।
জনগনের সুখে দুঃখে
পাশে পাই যাঁকে,
আমাদের প্রতিজ্ঞা হোক
ভোট টা দিবো তাঁকে।