খৈ ভাজা চিঁড়ে ভাজা, ভাজা মুড়ি মুড়কি
গরম গরম নলেন গুড় -দাও এক উড়কি?
আহা!আহা! কী মজা! সাথেই ভাজা গজা
আরও মেনু গরম পিঠার, লাগে কী মজা!
ইলিশ ভাজা,বেগুন ভাজা,সঙ্গে মুগ ডাল
হাঁসের মাংস,খাসির মাংস পোলাও চাল।
মিষ্টি আছে, দই আছে, আরও কিছু চাও?
পাতা কপি, ফুল কপি ওসব গুলো ফাও!
গাছে গাছে- নানান ফল, রসালো টলমল
কাঁচা -পাকা, টক মিষ্টির স্বাদে মুখে জল।
বাঙালির পৌষ-পার্বণের, কত আয়োজন
গায়ের বধূ রান্না করে খাওয়ায় সারাক্ষণ।
এতো কিছু খাওয়া- দাওয়া, তবু খাই খাই
এয়া মোটা ভুঁড়ি খানা,রোগেই শেষে খায়!