বেঁচে থাকাটা বড়ই কঠিন
বেঁচে থাকার আশায়
জরাজীর্ণ এ ধরায়
বাঁচিয়ে রাখতে হয়
ক্ষুধা ও দারিদ্রময়
অপূর্ণ এই জীবন।
মোহ মরিচিকার পিছে
ছুটতে ছুটতে এই জীবন
একদিন অকস্মাৎ বলে ওঠে
মিছে স্বপ্ন, মিছে আশার
ঘটুক পূর্ণ অবসান।
ভেসে যাই এবার নাহয়
অনন্ত মহাকালের স্রোতে।