রাত বারোটায় চলে ছবি
ভূতের সিনামা হলে,
আছে যতো পেত্নি ভূত
যায় দলে দলে।
খোকন সোনা বায়না ধরছে
যাবে ভূতের হলে,
সাথে নিবে কুকুর ছানা
মাকে যাবে বলে।
সিনেমা হলে গানের তালে
নাচছে ভূতের দল,
হামদু ভূতের চোখগুলো যে
করছে জ্বল জ্বল।
ভূতের চোখ দেখে খোকন
পেলো অনেক ভয়,
দেখবে না আর ভূতের ছবি
খোকন সোনা কয়।