ঐ যে দেখো ভূতের বিয়ে
কতো ভূতের মেলা,
কেউবা বসে গান গায়
করছে কেউ খেলা।
পেত্নি গুলো পান খেয়ে
ঠোঁট করেছে লাল,
তিরিং বিরিং নাচছে দেখো
হামদু ভূতের পাল।
ভূতের বিয়ে কতো মজা
পালকি কোথায় পাই,
পালকি ছাড়া ভূতের বিয়ে
কোনো মজা নাই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com