প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৩, ৩:০২ অপরাহ্ণ
ভূতের বিয়ে
বনজুড়ে আজ শোর পড়েছে
ভূতের বাড়ি বিয়ে,
ঝাঁক বেঁধে তাই ঢাক পেটালো
খুশির চোটে টিয়ে।
এমন খবর জানার পরে
ভূতটি হয়ে গরম,
বলে এবার টিয়ে পাখির
শাস্তি হবে চরম।
টিয়ে বলে শাস্তি দিতে
এসে দেখো কাছে,
আচ্ছা মজা দেবো তোকে
কেমনে থাকো গাছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com