ভাদ্র মাসের অমাবস্যায়
নিকষ কালো আঁধারে,
কেউ কি ভাই যেতে পারো
শ্মশান কালীর পাহাড়ে?
একা নাকি গেলে সেথায়
কিছু একটা দেখা যায়,
তাই দেখে নগেন খুড়ো
দম আটকে মারা যায়।
পুরোনে সেই কথা নিয়ে
বাধা বুকে ভয়,
ভূতেরা সব জেগে ওঠে
মনের কথা কয়।
এই নিয়ে কুসংস্কার
আজও চলে সমাজে,
জানিনে ভাই সেই কথা
আসল নাকি বাজে?