একুশে ফেব্রুয়ারি এলে জেগে উঠে
বায়ান্নের ভাষা আন্দোলনের
বীর শহীদদের কথা।
যাদের রক্তে রঞ্জিত হয়েছিল
রাস্তার অলিগলি।
সালাম জব্বার রফিক বরকত
আরো নাম না জানা বীর সন্তানের
রক্তের বিনিময়ে এই বাংলা ভাষা।
মায়ের ভাষা মুখের ভাষা ।
বীর সন্তানদের ছিনিয়ে আনা
আমার এ বাংলা ভাষা মাতৃভাষা।
তাদের কি আমরা ভুলিতে পারি?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com