ভালো লাগে দুপুর
খা খা রোদ্দুর
জল ভরা পুকুর
মিষ্টি মুখ খুকুর
ভালো লাগে।
ভালো লাগে ধান
মিষ্টি পান
পুরোনো গান
পাখির কলতান
ভালো লাগে।
ভালো লাগে আকাশ
নির্মল বাতাস
শ্রাবণ মাস
সবুজ ঘাস
ভালো লাগে।
ভালো লাগে জাম
মিষ্টি আম
চীনা বাদাম
আমার গ্রাম
ভালো লাগে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com