ভালোবাসি
পাখি আর ফুলকে
ভালোবাসি
যমুনার কূলকে।
ভালোবাসি
বিল আর ঝিলকে
ভালোবাসি
আকাশের নীলকে।
ভালোবাসি
তিল আর তালকে
ভালোবাসি
শিশুদের গালকে।
ভালোবাসি
বই আর খাতাকে
ভালোবাসি
কুরআনের পাতাকে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com