ভালোবাসি ফল
মেঘনার জল
ধীরে ধীরে বয়ে যাওয়া ঢেউ টলমল।
ভালোবাসি ফুল
মিষ্টি বকুল
সুবাসিত গন্ধে হয় মনটা ব্যাকুল।
ভালোবাসি চিল
আকাশের নিল
আমার মায়ের স্নেহমাখা দিল।
ভালোবাসি গাঁও
ছোট ডিঙি নাও
মগডালে বসে থাকা শালিকের ছাও।
ভালোবাসি মাটি
দুধভরা বাটি
বুকের ভেতর দেশপ্রেম ভালোবাসা খাঁটি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com