এসো বিকেল, মিঠেকড়া রোদ- তোমাকে ভালোবাসি
এসো সকালের কাঁচা সোনা ঘাস
এসো বিল থেকে উঠে আসা উমের হাওয়া
এসো পাখি এক সাথে বসে ডাকি
কী আছে তাড়া, আজ সারাবেলা পাশাপাশি বসি-
এসো দুপুরের বালি, কৃষাণীর নলা- তোমায় ভালোবাসি
বিড়ালের লেজ নাড়ানোর মতো সুখ
যদি চাও নিতে পারো - জাবর কাটার
আয়েশি ভঙ্গিমার মোলায়েম তৃপ্তি যদি চাও দিতে পারি-
এসো সন্ধ্যা তারার গান, রাতের জোনাকি
এসো চিল, মায়াবী নিখিল, রাতের আশারা এসো
রাতের ঘুমের মতো এসে ভালোবেসো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com